তোমায় দেখব বলে আমি হাজার মাইল পেরিয়ে এসেছি হেথায়,
তোমায় দেখব বলে আমার সব মায়া সব ভালোবাসা অঞ্জলি ভরে রেখেছি সাজায়ে,
তোমায় দেখব বলে আমি দুপুর রৌদ্রে হাঁটা পথে পাড়ি দিতে পারি মরু প্রান্তর,
তোমায় দেখব বলে আমি সাজিয়ে রেখেছি মনের কোণে এক গুচ্ছ তাজা গোলাপ,
তোমায় দেখব বলে শুধু গেঁথে গেছি অকথিত কথামালা-
তোমায় দেখব বলে আমি স্বপ্নের দুয়ারে ফিরেছি বারে বারে,
তোমায় দেখব বলে কত কথা কত গান শুনায়েছি সেই ছবিটিরে,
তোমায় দেখব বলে কত দিন নিজ সনে বলেছি কথা আয়নার সামনে দাড়িয়ে,
তোমায় দেখব বলে বুকে হাত দিয়ে মেপেছি স্পন্দনের ছন্দ,
তোমায় দেখব বলে শুদ্ধু অপেক্ষার পল কাটিয়েছি শত সহস্র,
তোমায় দেখব বলে ভেসে গেছি শব্দের অনুস্রোতে বাহিরে অন্তরে,
তোমায় দেখব বলে শুধু স্পর্শের অনুভুতি মেখেছি আমার দেহে,
তোমায় দেখব বলে ভেঙ্গেছে রাতের স্বপ্ন আমার তোমার শীতকারে,
তোমায় দেখব বলে শুধু চেয়ে আছি সেই দিনটির পানে অমোঘে নিঃশংসয়ে।