আমার উষ্ণতাটুকু ভাগ করে নিয়েছিলে বলে স্মৃতিতে চঞ্চল তুমি,
শুধু হাতে ঢাকা এক মুখ লাজুক হাসির আবাহন-
আমায় পাগল থাকতে দাও শুধু তোমার ই জন্য,
পৃথিবীর শত তাপ উত্তাপ জঞ্জাল সব ভাগ করে নিক ওরা,
তুমি থাকো সহস্র যোজন দুরে ধ্রুবতারার মতো স্থির অচচ্ঞ্চল
আমার স্মৃতির সিংহাসনে ।
প্রথম দেখেছি তোমায় নিজরূপে অপরূপা তুমি আপন মহিমায়,
ঠিক যেন শতযুগ বাদে ফিরে পাওয়া কোহিনুর -
শুধু আপন ছটায় আলোকিত করে আমার হৃদয় ,
আহ্বানে আবাহনে সিক্ত করেছ তুমি শুনিয়েছ নতুন সঙ্গীত-
নিস্পাপ সরলতা যারে ছুয়ে যেতে পারেনিকো সমাজের তাপ,
তুমি শুধু তুলনায় তোমার নিজস্বতা , হাসিমুখে জেগে থাকো
আমার স্মৃতির সিংহাসনে।
উচ্ছল প্রান তিতলীর সাতরঙ্গে রাঙ্গানো পাখা দুটি শুধু উড়ে যেতে চায়-
কে বাঁধিবে তারে শাসনের ডোরে অধিকারের দাবীতে ওরে,
নীল আকাশের বুকে উড়ে যাওয়া বকের পাখায় মানায় যে তারে,
আমার কল্পনায় তুমি নিয়েছিলে অশরীরি রূপ-
তোমায় দেখেছি আমি আজ, জীবন চাইছে আজ আরও কাছে ,
হে বিধাতা তুমি প্রার্থনা শুনে , শুধু রেখো তারে উজ্জ্বল করে
আমার স্মৃতির সিংহাসনে।