আকাশ জুড়ে ঝরছে আগুন
   মনের মাঝে রঙ্গীন ফাগুন-
তাইতো বলি যতই রাগুন
  খাওয়ার পাতে দই বেগুন।
রাতের হাওয়াও বইছে গরম
  মাছ বাজারে সবই নরম,
ঘামের স্রোতে কষ্ট চরম
   স্নানের পরে স্বস্তি পরম।
সবাই যখন খাচ্ছে পানা
   আমার আবার নুনটা মানা,
এটা তো ভাই ছিলই জানা
   জলটা আমি খাচ্ছি টানা।
কাজের নামে আসছে জ্বর
    খাচ্ছি খাবি দিনভর-
যত পারিস চেষ্টা কর
    হচ্ছে না তো সরগড়।
আকাশ কোনে মেঘ জমেছে
   মনের ময়ুর নেচে উঠেছে -
জলে ভেজা হয়না পাছে
  তাইতো ছাতা নেইকো কাছে।
ভাংলো যে ঘুম স্বপ্ন শেষে
   সেই থেকে ভাই যাচ্ছি কেশে-
বিধাতা যে ভাই উঠলো হেসে
  এল না বৃষ্টি অবশেষে।