কাঁপছি আমি আসছে জ্বর ,
  ভাবছি আমি দিনভর -
আশায় ছিল আ্সবে জল
  উঠবে আওয়াজ কলকল।
ঈশ্বরের এই যে ছল
  কাপলো ভুমি নেইতো জল-
জ্বলছে ভুমি শুকোচ্ছে ফল
   চোখের কোন টলমল।
শুষছে রক্ত ধুঁকছে মানুষ
  চুপসে গেছে মনের ফানুস,
বলতে পারো কোথায় যাই-
যেথায়  গেলে ঠাণ্ডা পাই।
উত্তরেতে হাসছে সবাই
  দক্ষিণ যে জ্বলছে রে ভাই,
শরীরে যে শান্তি নাই
  কি যে করি ভেবে না পাই।
চলছে পাখা দিন রাত
   কোথায় যে ভাই রাখি হাত,
খাচ্ছি জল নয়তো ভাত
  আর তো বোধ হয় দিন সাত।
এবার আমার সময় হলো
  সবাই ছেড়ে এগিয়ে গেলো-
নাই বা এবার বৃষ্টি এলো
  মোদি তো ভাই গদি পেলো।