আকাশ কালো বৃষ্টি এলো আঁধার এলো নেমে
হাসছে গাছ গাইছে পাখী বাজনা গেলো জমে।
কমলো জ্বলন কি যে মরণ সেই তো শুধু জানে
দুপুর রোদে খালি পেটে ভাসছে ঘামের বানে।
শুকনো মাটি শুষছে জল উঠছে শুধু ঘেমে,
হঠাত করে  অঝোর ধারা আসলো এসে  নেমে।
ভিজছে গরু মাঠের মাঝে ডাকছে নরম করে,
ঝিলের মাঝে নাচছে ব্যাং গাইছে গলা ছেড়ে।
বনের পাখী ঝাপটে ডানা ফিরছে আপন ঘরে,
মনের সুখে মুক্তদানা ঝরছে আমার পড়ে ।
গাছের পাতা নাইছে জলে ফিরছে সবুজ রং,
মাথায় ছাতা কাঁধে জুতো ঠিক যেন ভাই সং।
জ্বললো চুলো বসলো হাড়ি চাপছে খিচুড়ি,
খবর পেয়ে জলের  মাঝে ফিরছে সবাই বাড়ি।
জানলা ধারে গাছের ডালে ভিজছে পায়রা সব,
নেই তো কোন আড়াল তাদের করছে খালি রব।
মনের মাঝে উঠছে ভেসে আগামী কালের হাল
কাজের জোয়ার উঠলো মাথায় পড়লো ভেঙ্গে ডাল।
চায়ের কাপে উঠছে ধোঁয়া চলছে টিভি জোর ,
খেলার মাঠে খেলছে ওরা করছে মানুষ শোর।
বর্ষা কি ভাই জলদি এলো বলছে আমার মন,
ভাসবে এবার সবকিছু ভাই চিন্তা অনুক্ষণ।