বুনো হাঁস উড়ে ফেরে নীল আকাশের বুকে ,
পাহাড়ী  খরস্রোতা বয়ে চলে নীচে পাথরের খাঁজে খাঁজে -
লিখে রেখে মুছে দেয় নিজের গোপন কাহিনী,
বুনো হাঁস উড়ে ফেরে বুকে নিয়ে তৃষ্ণার ছোঁয়া-
কলকল বেগে বয়ে যাওয়া নদীর সেই হাতছানি,
তবু কেন যে সে ধেয়ে আসে না নদীর পানে তৃষ্ণা নিবারণে।
বুনো হাঁস পাখা মেলে খুজে ফেরে হারানো সে সুর,
আকাশে মেঘের কোলে বাতাসের মাঝে জ্যোত্স্নার ঝর্ণায়,
কত সহস্র যোজন দুরে ভেসে যায় সেই সুরের কলি-
বুনো হাঁস শুধু দিশাহারা আজ নীড় হীন এক দুর্ভাগা,
বাধা দিয়ে প্রাণভোমরা রাখা সেই পুকুরের মাঝে লুকনো -
শুধু ভেসে চলা বায়ুপথে নীচে রেখে চোখ যদি দেখা মেলে।
বুনো হাঁসের  ক্লান্তি আজ এক পশলা বৃষ্টির আশায় -
ধেয়ে যায় উচ্ছল তরঙ্গের ধারা নীচে দু হাত মেলে টেনে নিতে,
দৃষ্টি যে শুধু ধেয়ে যায় হারানো সুরের খোঁজে বন্দিনী রাজকন্যার,
বুনো হাঁস উদাসী বাঊলের একতারার ধুনে আনমনা,
জীবনের গতিপথে ধোঁয়াশার মাঝে শুধু খুঁজে ফেরে-
যদি ফিরে পায় হারানো সে কম্পাঙ্কের কোন সুত্র।