দুনিয়ার সব ফরিয়াদি আজ জমেছে আমার রক্তস্রোতে,
আমার প্রতিটি নিঃশ্বাসে প্রতিবাদের তপ্ত বায়ু ,
মিছিলের গায়ে ঘামের গন্ধের নেশাগ্রস্ত আমি,
পোষ্টারের আঠায় জুড়ে থাকা আমার আঙ্গুলে বজ্র শক্তি,
আমার শব্দের অগ্ন্যুত্পাতে জ্বলে ওঠে কোমল কঠিন যুবা মন-
আমার যৌবনের ধ্যান শ্রেণীহীন সমাজের স্বপ্ন-
দুর্নিবার বিপ্লবের জোয়ারে আমি সাঁতরে পার করেছি আমার জীব্নক্ষন,
আমার লাল পতাকার ছায়া আজ ও আমায় দেয় শান্তির আশ্রয়।
আমার রাজনীতির রং আমায় দিয়েছে সমাজের স্পন্দনের ছোঁয়া,
মাটির গন্ধমাখা কাস্তের স্বপ্ন আজ ও আমায় কাঁপিয়ে যায়-
রাতের স্বপ্নে দলবেঁধে সমাজ কাপিয়ে আজও গেয়ে উঠি পল রোবসন,
বস্তির ঘরে আধা ন্যাংটো শিশুদের বর্ণশিক্ষার অবর্ণনীয় আনন্দ দেয় শিহরণ,
হাতে হাত রেখে মানব শৃঙ্খলের নীরব প্রতিবাদে উথলে ওঠে রক্তকরবী,
শুধু বুকে হাত রেখে অনুভব করি আবেগের উথাল পাতাল।
সমাজের বৈষম্য আমায় দেয় কান্নার গলায় আটকানো এক দলা ব্যাথা,
খেতে না পাওয়া শৈশবের ছবি আমায় এনে দেয় ক্ষমাহীন আত্মদহন,
আমি আজ ও তাই স্বপ্নে দেখি পরিবর্তনের ঝড়,
ভেঙ্গে যাওয়া স্বপ্নের প্রতিটি দৃশ্য দেয় মরণ যন্ত্রনা-
এক আশরীরি আকাঙ্খা শৃঙ্খল ভাঙ্গা অফুরান জোয়ারের স্রোতের আশা,
আসুক সুনামির ওলট্পালট হাওয়া ভাসিয়ে নিয়ে যাক সব বাঁধার পাহাড়।