ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু
একথাটি তোমরা বলো নাকো কভু,
যদি কখনো হয়ে পড় তুমি ক্লান্ত
মনটাকে শুধু করে রেখো ভাই শান্ত।
আঁধার শেষের আলোর রেখা যখন
পুব আকাশে ফুটবে দেখো তখন,
ক্লান্তি শেষে নতুন জীবন আবার
দিচ্ছে তোমায় হাতছানি বারবার ।
পথচলাটাই তোমার আমার নিয়ম
অন্যথা যে সত্যি ব্যাতিক্রম,
হোঁচট খেয়ে উল্টে যদি পড়ো
সামলে নিয়ে হাত পা দুটো ঝাড়ো।
হঠাত যদি কেউ কখনো তোমায়
  কোন কারণে মাঝপথেতে থামায়,
একটু থেমে কারণ জানতে চেও
  হয়তো কিছু বলতে চাইবে সেও।
ইশারা বুঝে বুদ্ধিমানে চলে
এই কথাটাই গুণীজনেরাই বলে,
তাই কখনো করো না উপেক্ষা
হয়তো কিছু করছে অপেক্ষা।
চলার পথে বাধাতো ভাই আসে
হয়তো তুমি পাবে না তারে পাশে,
তাই বলে কি করবে তারে হেলা
কখনোই নয় এই তো আমার শলা।
বাধা যত আসবে পথে যেন
আপনার কেউ কোথাও আছে জেনো,
সময় হলে দেখবে তুমি ঠিক
আসবে সে যে দেখাবে তোমায় দিক।