এত সরু অলিগলি, নিছক থাকতে হয় বলে
নাহলে কবেই চলে যেতাম, যেখানে সবুজেরা ডানা মেলে।


শহরের আনাচে কানাচে, আর সেই ব্যস্ত রাস্তায়
নেহাত আমাকে যেতে হয়, শুধু যেতে হয় বলে;
এমন প্রয়োজনের জঞ্জাল না থাকলে কবেই চলে যেতাম
যেখানে বাতাসে বাতাসে বার্তা আসে, সবুজ পাঠায়।


কাঁচা সবুজ, সোনালী হলদে মনকাড়ানো
প্রতিযোগিতাহীন কোনো শেওলা ধরা
ক্ষেতের আল বিছানো প্রাচীন এক পুকুর ঘাটে
কবেই চলে যেতাম।


ভোরের ফুল ঝরা এক গাছের নিচে
কুয়াশা মাখা শৈত্য মেখে আমি থেকে যাব।
নেহাত আমার বেঁধে দেওয়া সময়ের কাছে
না হেরে উপায় ছিল না বলে,
নাহলে কবেই চলে যেতাম
যেখানে তুমি আছ, তোমার চুড়ি বাঁধা
আর স্বপ্নমাখা নূপুরের রিনিঝিনি বেজে উঠে যেখানে,
আমি সেখানেই চলে যেতাম।