তিনি বললেন, আসবেন, দেখা হবে, কথা হবে মুখোমুখি
আমার অপেক্ষা, সময়, হাতে টান টান উড়ন্ত পাগলাটে ঘুড়ি।
উড়ে যায়, ঘুরে মরে, বিজ্ঞানের আরশোলা কুনোব্যাঙ কাটাকাটি
এক রঙ ভালোবাসা, একে একে যোগ দেই, উবে যায় হানাহানি।
আসবেন বলেছেন, ক্লাস নয়, মনে মনে যাই বনে, ধুলোমাখা হাতখানি।।


আগে ছিলেন, টিউটর আজ নন, ভুলে গেছি তিনি এক শিক্ষক
হাওয়া বয়, ভয় হয়, আসবেনা ভাবলেই, কুকুরের হিমডাক।


রাত যখন কথা বলে, সমাজের সহস্র বিধি বিধান
জেগে উঠে। কথাগুলো শব্দ হয়ে ভেঙে হয় ব্যাকরণ।


প্রেম হয়, বিয়ে নয়, হাতে হাতে ঢাকা পড়ে এই চোখ এই জল
মনে মনে আর নয়, সামনের পুকুরে ভেসে যায়, মেয়েটির কুন্তল।