বাপ দাদার ভিটা মাটি
মোঃ তবিবুর রহমান হৃদয়


বাপ দাদার এই ভিটামাটি সোনাদানা গহনাকাটি !
অতুল্য এই ভিটামাটি মায়ের হাতের শীতল পাটি!
এই মাটিতে লেগে আছে মা বাবার গায়ের সুগন্ধ!
হাসি কান্না দুঃখ সুখ বেদনা সুর ছন্দ আনন্দ!


এই মাটিতে মা বাবার হাতে কত স্মৃতি লেগে আছে!
বাবার হাতের কত গাছে রঙ বেঙের ফুল ফুটেছে!
এখনো ভাবি বাড়ীর পাশে বাবা যেন হাল জুরেছে!
ছোট্র বাড়ির উঠোন মাঝে বাবা যেন বসে আছে!


এখনো আসে হৃদয় মাঝে বাবা যেন ডাকছে বসে!
উদাস দুপুর সবুজ মাঠে জল খেতে সে যায় ডেকে!
ক্লান্ত দুপুর মলিন মুখে বলতো কথা মুচকি হেসে!
বইসা বুকের কোল ঘষে মত্ব বাবার গল্প তে!


বাবার হাতের বাঁশ বাগানটা হইছে এখন কাকা ফাকা!
নিঝুম রাতে জোঁনাকি পোকা জ্বলে নিভে থোকা থোকা!
বাপ দাদার এই বাড়ির ভিটা আমার বুঝি হয়না থাকা!
পরকে দিয়ে বাপের ভিটা অন্য কোথাও  বাড়ির কথা!


এই জমিনের এমন ভাগি হইলো সেথায় দাঙা দাঙি!
করলো সে অন্য বাড়ি বাপ দাদার ভিটা ছাড়ি!
আমি যেন না থাকতে পারি সে ভাবে করলো ভাগাভাগি!
আমার বাড়ির পূর্ব পাশে বড় একটি ভিটা আছে!
মা বাবা সেই ভিটার মাঝে চির নিদ্রায় ঘুমে আছে!


তারিখ-২২/১০/২০২২
মোঃ তবিবুর রহমান হৃদয়