মামার বাড়ি
মোঃ তবিবুর রহমান হৃদয়


মামার বাড়ি আমার তো নয় আমি যে মেহ মান
খুব আদরের ছোট সোনা তার বোনের সন্তান !
মায়ের সাথে মাঝে মাঝে যাইতাম মামার বাড়ি
মা বাবার সাথে মামার বাড়ি চরে গরুর গাড়ী  !


মামার বাড়ীর পুকুরে ছিলো কাতর চিতল মাছ
বাড়ির পাশে আম কাঁঠালের সারি সারি গাছ!
মামিরা সব করতো মজা আমায় একা পেলে
ভাগনে আমার কন্যা রাশি হবে যৌবন কালে!


থাকতাম আমি মুখ লুকিয়ে মায়ের আচল ধরে
যেতাম না আমি কারো ধারে মাকে একা ছেরে!
মামার বাড়ির পাশে ছোট নদী চলতো নিরবধি
হন্নে হয়ে খুঁজত মামা আমি নদীতে যাই যদি!


মামার বাড়ির স্মৃতি গুলো আজও মনে পরে
মামা এখন নেই তো বেচে এই দুনিয়ার তরে!
মামার বাড়ি মধুর হাড়ি এটা সত্যি কথা বটে
মামার বাড়ির নেই তুলনা হয়না কারো সাথে!


তারিখ-৩০/০৩/২০২৩
গাজীপুর,ঢাকা