পদ্মা মেঘনা যমুনা
মোঃ তবিবুর রহমান হৃদয়


যমুনার জল করে টলমল
ভাটিতে বালুচর !
বালু চিকচিক করে চারিদিক
দুই ধারে খেলাঘর !
জল থৈ থৈ করে হৈ চৈ
উঠলে জোঁয়ার ভাটা !
মাঝিরা সব করে কলরব
বন্ধ থাকে পারঘাটা!


কত বাড়িঘর করেছে গ্রাস  
কত নীড় হারা কান্না!
কত বাড়িঘর ভাসিয়াছে
মেঘনা যমুনা !
কত স্বজন হারার কান্নার সুর
এখনো আসে ভেসে !
কত প্রিয়জন ফেরার প্রহর
গুনছে দু'পারে বসে!


কুল কিনারা নাই কি তোমার
কোথায় ঠিকানা !
কোন দেশে বাড়ী তোমার
কোথায় মোহনা!
কতটা জল বুকে নিয়ে চলো
নিশিদিন !
নাই কি তোমার বিরহ ব্যথা
নাই কি কোন ঋন!


নাই কি তোমার রীতিনীতি
হৃদয় গহীন বাগতে!
লাগে না কি কষ্ট তোমার
বসত ভিটা ভাঙতে!
তুমি কার প্রেমেতে নিত্য
ছোটো দুর সুদুরে!
নিত্য কাদো নিত্য হাসো
বুকের জমিন চিরে!


তোমায় কেহ বলে সর্বনাশা
কেহ বলে নিরন্তর !
কেহ বলে তুমি এক
প্রেমহীন প্রান্তর!
তুমি প্রেম তুমি স্মৃতি  
তুমি প্রেম উপমা !
রবে বহমান চির অম্লান
পদ্মা মেঘনা যমুনা !


তারিখ-২৩/০২/২০২৩