পড়াশোনা নাকি করে সে সারাদিন-রাত,
আসলে সে করে কি দেখি তার সার।
ফেসবুকে করে চ্যাট, বন্ধু খোঁজে মোবাইলে,
শত চিন্তার উত্তর খোঁজে ইয়াহু আর গুগলে।


ফ্যাশন নিয়ে ভাবনা শত, চুলের বাহারি রঙ,
নানান রঙে, নানান ঢঙে, যেন এক সঙ।
পার্লারেও যায় সে আবার করতে স্পা, ম্যাসেজ,
দিনভর সে করে যাচ্ছে গণহারে মেসেজ।


গার্লফ্রেন্ডও আছে তার, এটাই নাকি ট্রেন্ড,
সবকিছুতেই খুঁজে বেড়ায় নামিদামি ব্র্যান্ড।
নানান দিনে, নানান ক্ষণে, এটেন্ড করে পার্টি,
জীবন যেন “বদলে যাওয়া, বদলে দেওয়া” স্লোগানটি।  


খেলাধুলায়ও কম যায়না, সবসময় রাখে আপডেট,
গানেরও আছে বিশাল কালেকশন – সত্যিই আপ-টু-ডেট।
পার্কে-ক্লাবেও যায় নিয়মিত, গড়তে নিজেকে স্মার্ট,
এতকিছুর মাঝখানে যে পড়াশুনা এক বিভ্রাট।


এবার আসি পড়াশোনায়, শিডিউলটা বড় টাইট,
এত ব্যস্ততায় সময় পাওয়া সত্যিই যেন ফাইট।