তুমি সুন্দরী।


তোমার মুখ যেন শিল্পীর তুলিতে আঁকা ক্যানভাস-
যেখানে খুঁজে পাই রংধনুর সাত রঙ।


তোমার বাহারি চুলে
প্রকৃতির নানা রং ঢেউ খেলে।


তোমার মুখের স্নিগ্ধ আভায়
ফুটে উঠে চাল, ডাল, আটা, ময়দা, ডিম, দুধ
শসা, গাজর, আলু, টমেটো
আরো কত কি!
বাদ যায়না পিয়াজ, রসুনও!


তোমার ঠোঁট আর চোখের নানা রং
কথা বলার নানা ঢং
উদ্দীপিত করে তোমার চারপাশ।


তোমাকে যায়না চেনা তোমার রূপে,
যায়না বোঝা তোমার বদনে।


তুমি যে বর্ণচোরা,
তুমি যে বহুরূপী,
তুমি যে সুন্দরী।