আমাদের জীবনটুকু যদি গল্প হতো,
তবে ভালোবাসা অংশটুকু পড়তাম।
আমাদের জীবনটুকু যদি কাব্য হতো,
তবে সুখের ছন্দটুকু লিখতাম।


আমাদের স্বপ্নগুলো যদি গান হতো,
তবে সারাদিন গুনগুনিয়ে গাইতাম।


আমি আর তুমি আজ নিঝুম রাত,
তাই তো মোরা ভোর হলে মিলিয়ে যাই।
আমি আর তুমি আজ জোনাকির দল,
তাই তো মোরা আলোর ভয়ে পালাই।


তুমি আর আমি হতে চাই শুধু প্রিয় সংলাপ,
জীবন নাটকের কাহিনীর প্রতিটি পাতায়।