স্মৃতি শুধুই তাহারেই কাঁদায়
যে স্মৃতি বাঁধিয়া রাখে,
স্মৃতি শুধুই আমায় হাসায়
কারন আমি স্মৃতি ছড়াইয়া বেড়াই।


বেদনার স্মৃতি কবিতায় ছড়াই,
সুখের স্মৃতি তোমাতে জড়াই।
মাঝে মাঝে বেদনা স্মৃতি রঙেতে মাখাই,
সুখের স্মৃতি প্রিয় বন্ধুতে বিলাই।


বেদনা স্মৃতি তাহারে কাঁদায়
যে তাহারে লালিত করে,
আমার বেদনা আমারে ভাবায়
কারন আমি উপভোগ করি ভুলের খেলায়।


বেদনার স্মৃতি লালনের সুরে ধরে রাখার নয়,
বেদনার স্মৃতি রবীন্দ্র সুরে গাঁথা মালা নয়,
বেদনার স্মৃতি ভুল হতে শিক্ষা পাতার জয়।


আমি আজ প্রেমালাপ শুনি রাতের নির্জনের,
আমার রাতজাগা নয়তো তোমার জন্য ক্রন্দনের।
আমি বিধাতার কাছে অসীম কৃতজ্ঞ,
কারন তোমায় করেনি আমার অর্ধাঙ্গ।
তোমার লোভাতুর আঁখি হয়ে যেত গলার ফাঁস,
আমি বেঁচে গিয়ে আজ হয়েছি বন্ধুর মনহাঁস।