এখনো উচ্ছ্বাসে বলতে পারি আমি বাঙালী,
এখনো গর্ব করে বলতে পারি আমি বাংলাদেশী।
বাস্তবের রণে থেকেও তাই গাইতে পারি ভালোবাসার গান,
হারানোর বনে থেকেও তাই সইতে পারি বেদনার অভিধান।


আমি এখনো স্বপ্নে বেঁচে থাকা মুঠোভরা বাঙালী প্রাণ,
আমি এখনো ফাগুনে হেসে থাকা ফুলেভরা বাংলাদেশী টান।
সবুজের সীমান্তে বসে এখনো দেখি নীলান্তে নীড়ে ফেরা ছবি,
ভোরের দিগন্তে বসে এখনো দেখি ঝরা-ফুল ভীড়ে ঘেরা রবি।


আমি এখনো বাংলায় মুগ্ধ হয়ে কাব্যময় জগত গড়তে পারি,
আমি এখনো বর্ষায় উদাসী হয়ে সুরময় ভুবন জাগাতে পারি।
ধন্য আমি বাংলা তোমায় ভাইয়ের রক্ত দিয়ে অর্জন করার জন্য,
পূর্ণ আমি বাংলাদেশের মাটি হাওয়ায় আবেগী সন্তান হবার জন্য।


আমার ভাষা বাংলা অসীম মধুরতায় জড়ানো ইচ্ছের ভাণ্ডার,
আমার আশা মাটির ফসল সোনালী ছোঁয়ায় জড়ানো মুগ্ধ সংসার।
আমায় বাঁচিয়ে রেখো বাংলাদেশ জননীর গর্বিত সন্তান রূপে,
আমায় সাজিয়ে রেখো বাংলা তরণীর রচিত অহংকার খোপে।