একে একে পার করি চেনা কত মরুপথ,
  পার করি অলিগলি আঁকাবাঁকা সরুপথ!
    অদ্ভুত রুখে পথ দাঁড়িয়েছে পর্বত,
      কেটে হাতে বাধা যত বেঁধে দেই রাজপথ!


      গেয়ে চলি সুরহীন রসহীন চেনা গান,
    গান মাঝে খুঁজে চলি তাঁর ঐ প্রিয় তান,
  মন এত অবিচল সহে যায় রোদ্দুর,
ভেসে যায় তাঁর দিকে ছেড়ে কূল বহুদূর!💫


দিনকোঠা পার করে যব দেখি তাঁর রুপ,
  ধোঁয়াশায় ভেসে যায় ভরে যায় খোঁড়া কুপ,
    ঢেকে যায় চারিপাশ ফুটে যত ফুলসব,
      ছেয়ে যায় নিরবতা বয়ে যায় শীতলতা,
        চেয়ে থাকে সারহীন সাড়াহীন এই শব!


_I__TIZ