স্বপ্ন বেঁধেছি এমন তাঁহার...
  রেখেছি কাগজ ফুলে,
  অকাল মেঘের বৃষ্টি স্রোতে...
ভেসে গেল কোন কূলে!


গুলিয়েছি রঙ চেপে গেছি ঠিক,
  পূর্ণ করিনি লিখা-
  তাঁর দর্পণে সাজিয়েছি সঙ...
বুঝিয়েছি সব বৃথা!


হয়তো গোপনে দেখেছি তাঁরে,
বাষ্পে উড়িয়ে ছাই..
  জানা নেই মেঘ কহিয়াছে কিনা,
  রৌদ্রে যে তাপ নাই!


জেনো,
সর্ব বেলায় সর্ব কথন,
বলিতে কখনো নয়,
   সঙ্কেত পরে..
আড়ালের তরে,
বুঝিয়া লইতে হয়!


তবে জানিয়ে দিলাম,
গগনের তরে...
শুনে নিও প্রিয়তমা,
  হাজার বছর-
  বর্ষা কাটিয়ে;
নীরদ রাখিছি জমা!


_I__TIZ🍁