একলা আকাশ...
চাঁদও একেলা, নিঝুম এ রাতে।
একসাথে, একই বিছানাতে
দু’দিক ফিরে পাশাপাশি দু’জন,
একই সাথে, তবুও একাকী বসবাস
কাটে নির্ঘুম রাত, নিঃসঙ্গ একাকীত্বে।


জেদীপনায় অবিশ্বাসী দুটি মনে
অজস্র শাখা-প্রশাখা জন্মেছে ক্ষণেক্ষণে
জানিনা অজানা কোন ভুলে,
মহীরুহে আজ অবিশ্বাসের ছাঁয়া।
নাইবা যদি পারো মেনে নিতে,
অসীম ক্ষমায় দু’জন দু’জনাকে।
তবে কেন?
মিথ্যে প্রেমের মিথ্যে অভিনয়?
সবই কি তবে লোক দেখানোর তরে?