যদি বলি, ভালোবাসো কি আমায়?
হয়তো অবাক হবে,
অঝরে ঝরবে অশ্রু অপলক নয়নে।
মুছে দিতে চাইলেও,
অভিমানে সরিয়ে দিবে হাতদুটো আমার।


আদিখ্যেতা ভেবে যদি বাড়ে অনুযোগ।
দোষ কি আমার বলো?
আমিতো ভালোবেসেই বাড়িয়েছিলাম দুটো হাত।
মুখে বলতে পারিনা- ভালোবাসি, ভালোবাসি…
এযদি হয় আমার অপরাধ।
হৃদয়কে হৃদয় দিয়ে না দেখা,
সেকি তোমার ব্যর্থতা নয়?


ব্যর্থতায় বাড়ে যদি অভিযোগ
অবিশ্বাস জন্মে যদি মনে
অবিশ্বাসে জন্ম নিবে ঘৃণা।
ঘৃণা-প্রেম একসাথে কি রয়?
তাইতো মনে হয়,
ভালো বাসো কি আমায়?