হে মন,
সবই তো ছিল তোমারও।
বন্ধুদের সা‌থে আড্ডা,
ক্লাস ফাঁকি দি‌য়ে সি‌নেমা দেখা,
আনন্দ, উচ্ছাস পূর্ণতু‌ষ্টি।


হঠাৎ তু‌মিও পুল‌কিত অনুভ‌বে,
কি যেন কি? হয়‌নি যেন পাওয়া,
প্রেম এলো আবে‌শে, ম‌নের মাধুরী‌তে সাঁজা‌লে তা‌কে।
কত গা‌নে, কত ক‌বিতায়,
র‌চি‌লে স্বপ্নীল এক জগত,
যু‌ক্তি তর্কহীনতায়।


তা‌কে জানা‌তেও চাই‌লে
সাজা‌নো স্বপ্নগু‌লো তোমার।
ভাব‌লে, কি বা কি হয়? কি বা ভাব‌বে সে?
ব্ন্ধু‌ত্বের বন্ধ‌নে র‌য়ে‌ছি‌তো বেশ।
উ‌দ্ধেগ, উৎকণ্ঠায় ফি‌রেও এলে।


বহুকাল পর কেন এ ভাবনা তোমার?
উ‌দ্ধেগ, উৎকণ্ঠায় হয়‌নি যাহা বলা,
ভাব‌ছো, না বলতে পারাই বড় বঞ্চনা আমার।
বল‌লেও তু‌মি, যা হয়‌নি কখ‌নো বলা।


নির্বাক দু'জ‌নেই,
হঠাৎ তার  দু'চোখ ভরা জল,
য‌দিও মু‌খে ছিল হা‌সি,
তবুও পাও‌নি  দেখ‌তে হৃদ‌য়ের কান্না।


তোমারই আকুলতায়, তাহার ব্যাকুল হৃদয়,
তোমা‌তে দেয় সাড়া।
চে‌য়েছ যাহা, তাহারও অধিক হল যে পাওয়া।
তবুও উদাস নয়‌নে, চাহিয়া আকাশ পা‌নে,
অনুভ‌বে কেন আসে বা‌রে বার,
না পাওয়া‌তে ছিল অপূর্ণতা,
পে‌য়েও কেন তবে আজই এ শূণ্যতা?