‌মে‌ঘের প‌রে মেঘ
‌পিছ‌নে সূর্য সাম‌নে ছায়াযুক্ত পৃ‌থিবী,
ছায়া, ত‌বে ছায়ার মত নয়
‌কিছুটা অন্ধকারাচ্ছন্ন।
বল‌তে পার,
আমারই মত, তু‌মি হীনা।


‌বো‌ধে আ‌সেনা,
য‌দিও ব্যবধান সামান্যই।
সূর্য আড়াল ক‌রে যে মেঘ
‌সে তো  ক্ষণস্হায়ী, কে‌টে যা‌বেই
পৃ‌থিবীরও আস্হা বা ভরসা এখা‌নেই।


আমার জানা হয়‌নি কখ‌নো,
‌কোন সে কি কার‌ণে আবছাময় পথ চলা।
বল‌তে পা‌রো কি ?
ভরসা কোথায়, শেষই বা কখন?
‌হিসাব মিলা‌তে পা‌রি‌নি এখ‌নো।


আ‌লো ছায়ার খেলা
ঊষা বা গোধূ‌লি বেলা
লাল আভাময় র‌শ্মি
‌তেজ‌স্ক্রিয়তায় নয় মোহনীয়তায়
পৃ‌থিবী‌কে রা‌ঙ্গি‌য়ে যায়।


র‌শ্মির মত
য‌দি আসো কখ‌নো
র‌য়ে‌ছি অপেক্ষায়, চাত‌কের ন্যায়।