ডেঙ্গু নিয়ে ঢং কতো আর
বেজাতরে তুই করবি কতো সং
নিধন কর্মে নীচু স্বভাব
মাখিস গায়ে উঁচু জাতের রং।


মন মগজ তোর নর্দমা এক
সেথা শুধু কীট পতঙ্গের বাস
নিধন কর্মে নিম্ন-নিধক ক্রয়ে
বেজাতরে তুই করলি সর্বনাশ।


রাষ্ট্র কর্মে বেজাত আছে যতো
নিধন যদি করতে পারো তত
থাকবেনা তো কোথাও কোনো নর্দমা
ডেঙ্গু কীট আর কখনো জন্মাবেনা।