ইঁদুর চুরা পরলো ধরা খাবার চুরির কালে
গেরস্ত খুশি মারিবো আজই তাকে তিলে তিলে।
বারিতে কাবু নিভু নিভু যেন জীবন প্রদীপ তার
গেরস্ত বুঝেনি চালাক ইঁদুর ভান করিছে মরার।
গেরস্ত ভাবিলো মেরেছি ইঁদুর পরে থাক উঠানেই
খানিক পরে ফেলিবো দূরে আগে কাজটি সেরে নেই ।
শেষ করে কাজ দেখে হতবাক দৌড়ে পালাচ্ছে ইঁদুর
ভাবছে গেরস্ত ইঁদুর চুরার বুদ্ধির কতো জোর।
ইঁদুর চুরার মত শত শত চুরে দেশ গিয়েছে ভরি
লুটে খাচ্ছে গরীবের আহার  বাড়াচ্ছে আপন ভূড়ি।
উচ্ছিষ্ট খাওয়ায়ে বাড়াচ্ছে শক্তি পোষছে ইঁদুর ছানা
বলবে কিছু রক্ষে নাই আর মারবে এসে হানা।
নানান ছলে হাতিয়ে সব শূণ্য করিছে কোষাগার
বাংলা মায়ের সোনা গর্ভে জন্মেছে অজস্র কুলাঙ্গার
সাধু আবরণে নম্র আচরণে যারা লোভে উন্মাদ
মানব কুলে জন্ম নিয়েও ওরা স্বভাবে ইঁদুর জাত।