বিজয় আনন্দে নাচে, নাচেরে...
নাচে মনময়ূরী পেখম তোলে
ভুলে দুঃখ বেদনা যত।
বিজয় আনন্দে বিজয়ীরা সব
ভুলিছে শত্রুর গতিপথ অবিরত।


শত্রুরা কভু পারেনা ভুলিতে
পরাজয়ের গ্লানি দগ্ধ-যন্ত্রনা
আপন সেঁজে আপনার পাশে
কেউটেরা সব তুলবেই ফণা।
প্রতিক্ষায় পাক-প্রেতাত্মা সব
ঘাপটি মেরে রয় চারিপাশে
সুযোগ পেলেই মারবে ছোবল
করবে নিঃশেষ অগ্নি-নিঃশ্বাসে।


সুখী-সমৃদ্ধির যেই স্বপ্নবীজ
বোনা হয়েছিল সেই একাত্তরে
শত ঝড়েও তা আজ
দাঁড়িয়েছে মাথা উচুঁ করে।


শত্রুসব! যত দোসর তার।
উঁচু মাথা যেন কভু,
নুয়াতে নাহি পারে আর।
আজ...
আজ এই হোক মোদের
বিজয়ের অঙ্গীকার।