স্বপ্ন জয়ের অটুট লক্ষ্যে
চলছে ঘোড়ার গাড়ি
সওয়ার হলাম কথায় তোমার
ওহে সওয়ারী ।
লাগাম টেনে ডানে-বামে
ধীরে নাহয় জোরে,
নিয়ম হলো চলবে গাড়ি
তোমার মত করে।
হলো একি ? ঘোড়ায় দেখি
টান না মেনে উল্টা-পাল্টা ঘুরে।


ওহে সওয়ারী! কেন এমন?
ঘোড়ায় কেন মানছেনা আর
তোমার লাগাম টান।
অদক্ষ কি তুমি ?
নাকি আমরাই অবিবেচক?
কারণ, বাছাইপর্বে ছিলাম আমরা
তোমার নির্বাচক।


নাকি ঘোড়ার জাতটিই এমন?
বিপথ পানে চলে।
আজই...
কার ভুলে যে, নাকি সবার ভুলে?
ভুল পথে ভুল গাড়িতে চড়ে
যাচ্ছি রসাতলে ।