হে ফাদি আবু সালাহ,
তুমি পাথর ছুড়েছিল সাহসিকতার সাথে
আর সেটা বোমা হয়ে পরল জালিমের পল্লীতে,
তুমি'ই যোদ্ধা! তুমি'ই আগামী যোদ্ধাদের আদর্শ
সারা জাহান তোমায় মনে রাখবে শত শত বর্ষ।


জালিমেরা যতটা না তোমার ছুড়ে মারা পাথরকে ভয় পেয়েছে
তারও চেয়ে বেশি ভয় পেয়েছে তোমার সাহসকে,
ভয় পেয়েছিল একজন সাহসী যোদ্ধাকে।


পা' বিহীন একজন ফাদি আবু সালাহকে
কালো জেদি ঘোড়ার ন্যায় তড়িৎ গতিতে ছুটে আসতে দেখে
তারা দুমড়ে গেছে, তাদের আশা মরে গেছে
তাই- তারা তোমায় হত্যা করেছে।


তবুও তুমি মৃত নও, তুমি জাগ্রত
তুমি জেগে আছো মানুষ মনে,
জেগে থাকবে সহস্র কাল ধরে
সাহসী যোদ্ধা ফাদি আবু সালাহ হয়েই।