আলো ফোটাতে ভোরে
সূর্যেরও চাই আগমনী গান!
পাখিরাও উড়ে যেতে যাচাই,
আকাশ প্রশস্ত কিনা!
শুন্যে ঝাঁপ দিতে মানুষেরও
রক্তে কিছু বেদনা,
কিছু উন্মাদনা দরকার।
আকাশেরও
আরো কিছু নীল বাহানা চাই!
তোমার উস্কানি ছাড়া
আগুনও জ্বলে না!
আগুন তো পলাশ-শিমুলে,
কৃষ্ণচূড়ায়ও লাগে!
তারপর বৃক্ষ নিশ্চুপ ক্ষোভ-
আগুনে ঘাম,
আমার মতো, নিস্প্রভ প্রাণ,
শেষমেশ অবক্ষয়ে
মাটিতে পাপড়ি অথবা ছাই!
আমি পানপাত্রে ছাইপাশ গিলে
এককোনে নীরবতা বেছে নেই।
আমি নিথর প্রতীক্ষায় থেকে জানি,
নীরবতাই একদিন বাতাসে নড়ে!