বৃষ্টি ভালো,
বৃষ্টি মানে যেমন খুশি আঁকো,
বৃষ্টি মানে সব সমতল!
বৃষ্টি হলে আমার বাড়ি-
তোমার পাড়া,
কোথাও নেই আড়ি,
কোথাও নেই বেড়া,
একীভূত জমিন
আলের বিভাজন ছাড়া!
বৃষ্টি হলে সরল জলে
তোমার ভুরু জোড়া
রঙধনু জোড়া সাঁকো!
সাঁকো বেয়ে তোমার-আমার
অবাধ চলাচল।
বৃষ্টি ভালো,
বৃষ্টি হলে যেমন খুশি ভাবো,
ভিজে মাথায় তোমার কাছে যাবো।
বৃষ্টি হলে তোমার বুকে ঢেউ,
আমি ছাড়া জানেনা আর কেউ!
খবর নিতে এক সমুদ্র ঢেউ
আমার উঠানে এসে
তোলপাড়-নোনাজল
সকল চরিত্র হারা হয়!
বৃষ্টি হলে নোনাজল মিঠে হয়,
কষ্ট ভাড়ে ঢেউ ভেঙে
সাগর সমতল হয় শেষে!
বৃষ্টি ভালো,
বৃষ্টি হলে চলে যাওয়া চিহ্ন মুছে যায়
বৃষ্টি জলে-চোখের জলে
কাটাকাটি হয়।
বৃষ্টি ভালো,
বৃষ্টি ছাঁটে স্মৃতি ঝাঁপসা হয়,
তোমার কথা কম মনে হয়!
বৃষ্টি হলে ফোন মরে যায়,
তোমার-আমার কম কথা হয়।
কবির মাথায় সৃষ্টি ছাড়া বৃষ্টি হলে
ফোঁটায় ফোঁটায় জলের ভাষায়,
সকল ভাসায়!
কবির ঠোঁটে শব্দ ফোটে,
তোমার-আমার সব কথা হয়।
বৃষ্টি ভালো,
বৃষ্টি হলে বৃক্ষ বাঁচে, নদী বাঁচে,
বৃষ্টি হলে ভালোবাসা জল পেয়ে যায়,
বৃষ্টি আসুক, বৃষ্টি বাঁচুক!
'জলজ ভালোবাসা' নাম বেঁচে থাক!
বৃষ্টি হলে, বৃষ্টি জলে
বৃষ্টি জিতে যাক!