এইটুকু ফাঁকা গলে
যতোটা আকাশ দেখা যায়
মুক্ত ডানা পাখিরা দেখি
আকাশ একে দেয়,
পাখিদের সীমান্ত চেনানো দায়!
আমাদের বুলি ঠোঁটে
পাখিরা উড়ে যায় যথেচ্ছা দূর,
আকাশের পরিধি বাড়ায়,
মহাকাশে যায়!
এইটুকু ফাঁকা গলে
যতগুলো পাখি দেখা যায়
ডানায় ডানায়
আমি, আমাদের ইচ্ছে লিখে দেই,
লিখে দেই,
এখনো তোমাকে চাই।
রোদ যতোই
তোমার মতো নিরুত্তর,
থেমে থাকে, উঠানে ঝিমায়।
ডাকাত বাতাসে,
উদ্ভ্রান্ত বৃক্ষ, পাতা উল্টে
রুপালি বুক দেখায়!
বাতাস-মেঘে বনিবনা,
আলো তাড়া করে
নিয়ে যেতে যেতে দূরে,
কিছু রোদগন্ধ টিকে থাকে!
এই সুরঙ্গ সঙ্কুচিত পথে
তাকিয়ে থাকতে থাকতে রোজ,
আমার রোজগার,
কিছু অন্ধকার!
পৃথিবীর আর কিছু দেখিনা আমি!
নির্বোধ অন্ধকারে থেকে
নিজেকে অচ্ছুৎ জেনেও
তোমাকে ছুঁতে গেছি!
আমার অনিয়ম,
এই ধৃষ্টতা ক্ষমা করো দেবী,
যদি পারো।