আকাশ মেঘে মগ্ন থাকে, থাক
আদরি উষ্ণতার অবচেতনে
কবি নিরব রয়, এটাই নিয়ম!
কবিকে ধ্যানমগ্ন থাকতে দাও,
তুমি যাও, জানিয়ে যেওনা,
তোমার যাওয়া অগ্রাহ্য করি,
রাজ হংসের গ্রিবা উঁচু চলাচল দেখি।
ঘাট ছেড়ে স্টিমার ছেড়ে যাওয়া দেখিনা,
জল কেটে চাকার ছপছপ শব্দ
শুধু কাছ ছাড়া হাহাকার নয়,
এগিয়ে আসাও তো হয়!
গগন বিদীর্ণ ভোঁ শুনে মনে হয় শঙ্খধ্বনি!-
বিজয়ীর বেশে ফিরছো ঘরে।
যদি থামো,
থামো দূয়ারে দোলনচাঁপায়
বাগানবিলাস অথবা জবায়!

কবিকে যত ক্ষত দাও
আত্মনিরাময় দক্ষতায়,
যা শুনতে চায় কবি, শুনবে,
যেমন দেখতে চায় দেখবে!
এমনকি তারকা খচিত রাত,
রুপকথা,
সোনার কাঠি, রূপার কাঠি,
এছাড়া পৃথিবীর সশব্দ উচ্চারণ,
সকল দৃশ্যপট-
কবি যেমন ইচ্ছে হয় শুষে নেবে!