তবুও যদি বলি, আমার হবি?
যেমন আকাশ, শশী-রবি,
সরব রবে কবি রবি,
আর আমি,
তুই কি আমার হবি!
নদী ও স্রোত, ভাসা তরী,
সবই রবে তোরই!
জোৎস্না ভেজা আলো,
যা কিছু জমকালো,
তোর হবে সবই!
অন্ধকার হলে
আমি কালো,
মিশে যাবো অন্ধকারে
নিয়ম ভাঙার দায়ে,
তোর অস্পৃশ্য আমি
অন্ধকারেই ভালো!
তোর গা ধোয়া জল,
পাশ বালিশে ফেলে রাখা ওম,
অভ্যাসমতো গায়ে মেখে থাকি,
গা করিনা,
আমিতো তোর যাচ্ছেতাই!
আমি এমন উদ্বৃত্তেই ভালো!