যখন অবকাশে যাও
কি কি গোছাও?
আকাশ নীল শাড়ি,
সাদা মেঘের মতো ব্লাউজ,
অন্তর্বাস দাগহীন!
হাঁড়িতে উৎরে ওঠা ভাতের দাগ,
আমার দিশায় পা ওঠে যদি-
লুকাও কম্পিত কম্পাস!
গোছাও সময়, যাপিত জীবন,
তোমার লাগেজে যা আঁটে।
দূরবীন গোছাও?
ডেকে সাড়া না পেলে
তোমার খোঁজে
দূরবীনে চোখ রাখি।
ক্রমশ সড়ে দাঁড়ায় বাতাস,
বাতাসেও কান পেতে রাখি,
ও পাখি
আকাশ তোমার জেনে
ডানা না মেলো
আঁখিতো মেলো-
দেখো তোমার জন্য লিখি!
বাকরুদ্ধ কেন হও?
আর কোথাও দাঁড়াবার নেই,
তাই অসহায় তোমার ভূমিতে দাঁড়াই,
তুমিময় শুদ্ধ হতে চাই।