সবার গর্ব সবার ভাষা
আমাদের বাংলা ভাষা।
ভাষার জন্য শহীদ হলো,
রক্তে রাজপথ  লাল।
এই ভাষা যে কতই মধুর,
নেই যে  কোন ভেঁজাল।


তাই তো আজ গর্ব করি,
মুখের ভাষা নিয়ে।
বাংলা আমার গর্বের ভাষা,
বিশ্ব দেখে চেয়ে।


কত জীবন কত রক্ত,
দিল বাংলাদেশ।
বাংলা হল গর্ব ভাষা,
নাই যে এর শেষ।


বাংলা আমার মাতৃভাষা।
লিখা থাকবে নাম।
বাংলা পাবে শ্রেষ্ঠ সম্মান।।।।
বিশ্বের কাছে দাম।