পৃথিবীতে যারা আজ ভালো নেই,
তাদের করো না অবহেলা।
সময় খারাপ সবার জন্যই হতে পারে,
সেদিন কাটবে খারাপ বেলা।


বুঝতে শিখেছি এই দুনিয়া কে,
যাদের জন্য ভাবছো প্রতিদিন।
দেখ তারা তোমায় মনে করে কিনা,
স্বার্থের জন্য সবাই ভুলে যায় চিরদিন।


স্বপ্ন নিয়ে জগৎ সাজিয়েছি,
এ ভূবন আমার জন্য নয়।
সময়ের প্রয়োজনে সবাই হবে পর,
ভয় না করে ছুটে চলো তোমার হবে জয়।


জীবন থেকে শিক্ষা নিও,
যাদের নিয়ে ছুটে চলেছো কত বেলা।
আজ তারা তোমায় তুচ্ছ মনে করে,
স্বার্থের জন্যই করে অবহেলা।


মনে রেখো দিন হয়ে যায় শেষ,
থেকে যায় জীবনের স্মৃতি।
তুমি একদিন গড়বে সোনার বাংলা।
সেদিন আসবে জীবন গড়ার ভিত্তি।


যাদের জন্য কেঁদেছো তুমি,
হেসেছিলো তারা ভূবনে।
তাঁদের তুমি ক্ষমা করে দিয়ে,
দৃষ্টান্ত স্হাপন করো জীবনে।।


কালো মেঘ সরে যাবে,
করিও সুন্দর জীবন গঠন।
তোমার অনুপস্থিতিতে কাঁদিবে সবাই,
গর্ব করিবে এই ভূবন।