মোফাসেরুল হক তন্ময়


জীবনে আছে আশার আলো,
সবার ভাগ্যে তা থাকে না।।
জীবনে তোমাকে ভেসেছিলাম ভালো,
মনের মতো মানুষ পাইলাম না।।


ভালোবাসা সবই ছিলো শুধুই অভিনয়,
সুখে থেকো প্রিয়া আমার।
মন যে শুধুই তোমার কথা কয়,
তোমাকে পাওয়া ছিলো শ্রেষ্ঠ উপহার।


দু চোখের অশ্রু জ্বলের ফোঁটা হয়ে ঝরে,
ও গো লক্ষী তোমার কথা মনে পড়ে।
যত দূরে থাকো তোমায় ভুলা যায় না,
আমি মনের মতো মানুষ পাইলাম না।


যতদিন ছিলে এই জীবনে,
রেখে ছিলাম আমার হৃদয় জুড়ে।
আমায় একা করে দূরে চলে গেছো,
আমার মনটা কে ছিন্ন ভিন্ন করে।


সুখে থেকো প্রিয় আমার নন্দিনী,
এতো ভালোবাসার পরে মন পাইলাম না,
জীবনে যা দিয়েছো শুধুই ছিলো অভিনয়,
আমি মনের মতো মানুষ পাইলাম না।


সুখে থেকো তোমার জীবন নিয়ে,
জীবনে যে আসিবে করো না অভিনয়।
যা হয়েছে আমার জীবনের সাথে,
ক্ষমা করে দিয়েছি চলো তুমি নির্ভয়।


এই হৃদয় পাথর হয়েছে,
আর ফুটাবো না  ভালোবাসার ফুল।
জীবনে তুমি ভালো থাকো সুখে থাকো,
ক্ষমা করে দিও অজান্তে করি যদি ভুল।


সময় একদিন আমার হবে,
সে দিন তোমার নাম হৃদয়ে লেখা থাকবে না।
ভালোই করেছো আমায় একা করে,
আমি মনের মতো মানুষ পাইলাম না।।