হে কল্যাণময়ী, সুপ্ত কেনো আজ।
আমি কি অপরাধী, আমি কি শুধুই পাপী।
তুমি কি পরিতুষ্ট, নিষ্ফলাকে কষ্টে রেখে।
সাক্ষী শত নক্ষত্র আর বিনিদ্র চোখের পাতা
অদৃষ্ট কেন লিখছো এমন। আমি কি শুধুই অপরাধী।
হে কল্যাণময়ী, তোমাকে বলছি আজ।
তুমি কি শুধুই নিঃচুপ।
নাকি পাপীর সাথে কথা হয় না তোমার।
পুণ্যবান কোথায়, আমি কি চোখে দেখি না।
নাকি আমি অন্ধ। আলোর মাঝে অন্ধ।
বিশ্বাসের মাঝে অন্ধ । তোমার নামের মাঝে অন্ধ।
সত্য আর অসত্য মাঝে বেঁধো না আমায়।
আমি যে ভ্রান্ত , ভালোবাসায় ভ্রান্ত।
আমি নামের আমার মাঝে,
আমি নিজেই পথ ভ্রষ্ট।
হে কল্যাণময়ী, তুমি কি শুনছো।
আত্মা যে বল আজ চিত্ত আমার
বইছে যে অনল ধারা।
যে রূপে তুমি করেছো লালন ,
দাওনি কেন দেখা।
শর্ত কেন রাখো আমায়,
প্রশ্ন কেন জাগে।
পাপ-পুণ্যের বিভেদ করে -
অভাগার সাথে করছো কেন খেলা।
হে কল্যাণময়ী, আমি যে শুধুই প্রশ্নকারী।
(সংক্ষেপ )