মনে আছে ?
বৃষ্টি দিনের প্রথম শ্রাবনের দিন
হঠাৎ এলোমেলো মেঘ তারপর বৃষ্টি-
তুমি ভয় পাচ্ছিলে- মনে হচ্ছিলো এই বুঝি কেঁদে দিবে ,
যে ঝড় বাতাস আমাকে টেনে ছিলো, কে জানতো তা আমাকে বয়ে নিয়ে  বাড়াতে হবে !!
আমিও যে তোমার কথা ভাবছি না ।  
এখন আর ভেবে কি লাভ – যাকে রেখে এসেছি এ শহরের লাখো মানুষের ভীরে ,
তাকে খুজতে যাওয়া নিছক বোকামি ।
আমিও যে তোমার কথা  ভাবছি না – শুধু সে দিনের প্রথম বৃষ্টিতে ভেজা ।
জানো যখন  বিজলী চমকালো  মনে হল এবার বুঝি -
                                         হৃদপিণ্ডটা বুঝি  বেরিয়ে যাবে ।
কিন্ত যখন তুমি হাতটা ধরলে – ------আমি যেন বৃষ্টি ফোটার সাথে মিশে গেয়েছিলাম ।
আমি শুধু তোমাকে দেখছিলাম কতটুক বিশ্বাস থাকলে --- এভাবে হাত ধরা যায় ।
আমারা যেন প্রকৃতির বাহিরের কেউ- আমাদের কেউ স্পর্শ করতে পারবে না ,
তোমার চোখ বলছিলো আর একটু আমায় ধরে রাখো –আমাকে ছেড়ে কখন যেও না
তোমার সেই চোখ  আর সেই আটুট বিশ্বাস ।।
আমি যে তোমার কথা মনে করছি না – শুধু মাত্র তোমার বৃষ্টি ভেজা চুল –
আমার শার্টের সাথে লেগা থাকা তোমার গায়ের গন্ধ --------
    আর রাস্তায় পরে থাকা কিছু বকুল ফুলের মালার কথা ভাবছি ...।
আমি যে শুধু তোমার কথাই ভাবছি না ।।