আকাশে আজ মেঘ জমেছে, বলছে তুমি আসবে,
শ্রাবণ ধারা ঝরছে অবিরাম, বলছে তুমি ভিজবে;
রঙধনু আজ রঙ মেলেছে, বলছে তুমি সাজবে,
মাতাল হাওয়া বইছে ভীষণ, বলছে তুমি মাতবে।
ফুল কলিরা ফুটেছে আজ, সুরভি দেবে তােমায়;
তােমার জন্য খুব দ্রুত, সন্ধে তারা নামায়।
সন্ধ্যা সাঝেই আসবে তুমি, তাইযে রবির ছুটি;
গাছে গাছে ময়না শালিক, বেধেছে আজ জুটি।
আগমনের গান গাইছে তারা, মন ভােলানাে সুরে;
জোনাকপােকাও দিচ্ছে আলাে, দেখবে তুমি দূরে।
ভােরনাহয় নাইবা হােক আজ, আধার রাতই থাকুক;
প্রকৃতি আজ গান ধরেছে, ঝিঝি পােকাও ডাকুক।
চাঁদটাও আজ জোছনা আলাে, ফেলছে নদীর ধারে;
নদটাও আজ ঢেউ ফুলিয়ে, দিচ্ছে তাহার পাড়ে।
পেরিয়ে গেলাে মাঝ রাতটাও, নামছে নিরবতা;
দিচ্ছে উকি ভােরটাও যে, ভেঙে স্তব্ধতা।