তপ্ত দুপুরের কাঠ ফাটা রােদ্দুর, ব্যর্থ আমায় পােড়াতে;
দক্ষিণা বাতাসের শীতলহাওয়া, ব্যর্থ আমায় কাতরাতে।
বজ্র ধ্বনির উচ্চাওয়াজ, করেনি আমায় কম্পিত;
বাধ ভেঙে আসা বিনাশী স্রোত, করেনি আমায় সিক্ত।
সহস্র বিহঙ্গীর ঘুম ভাঙা সুরে, হইনি আমি মােহিতাে;
সিন্ধু তটের ঢেউ ভাঙা শব্দে, হইনি আন্দোলিত।
ঋতু রাজের মনােহর শােভায়, ভরে না তাে এই মন;
শরতের কাশফুল নিয়ে যায় দৃষ্টি, তাও কমেনি দহন।
তুষ্ট হতে খুঁজে বেড়ায় মন, ভূলােক হতে গগন;
কোথা মিলিবে সুধামাখা প্রিয়ার, পূজিত দু নয়ন।