তুমি আমি থেকে আমরা হওয়া
গল্পের যাত্রা ছিলো আজ,
সেদিন তুমি আমি বর-কনে সাজলেও
তোমার কপালে ছিলো অজস্র চিন্তার ভাঁজ।
ভাগ্যের অদৃশ্য সুতোয় বাঁধা পড়েছিলাম দুজন,
হয়েছিলাম একই নৌকার যাত্রী।
সেদিন তুমি আমি মিলেছিলাম নতুন ভোরের আলপনায়,
চোখে ছিলো স্বপ্ন, মনে ছিলো শঙ্কার মেঘ।
অনুচ্চ স্বরে আমাকে বরণ করলে যদিও,
তোমার কণ্ঠে লুকানো ছিলো একরাশ সংশয়।
তোমার আঙুলের কম্পনে ছিলো দ্বিধা,
যেখানে আমি খুঁজেছি সাহস খুঁজেছি নির্ভরতা।
তবু, আমি পড়েছিলাম সেই চোখের গভীরতায়,
যেখানে ভালোবাসা লুকিয়ে ছিলো ঘুমন্ত।
প্রথম দিনের সেই ভয়ার্ত চাহনি,
কখনো বৃষ্টি নামিয়েছে আকাশের সবটুকু সীমানা জুড়ে।
কখনো তুলেছে ঝড়, কখনো তুলেছে ঢেউ,
সেই ঢেউ এসে আছড়ে পড়তো,
আমার ভালোবাসার আঙিনায়;
বজ্র ধ্বনির মতো কাঁপিয়ে দিতো আমার ভাবনার আকাশ।
তবুও আমি থামিনি, ফিরিনি,
শত ঝড়ের মাঝেও হাত ছাড়িনি।
কারণ আমি জানতাম—
আমার তরীর নোঙর তুমি,
তোমার ভালোবাসার ঘাটেই আমার স্থিরতা।