দেখিনি আমি ল্যাটিন ভাস্কর্য,
দেখেছি আমি বাংলার সৌন্দর্য;
স্নিগ্ধ প্রহরের সজিবতায় মার্জিত আকাশ,
শত শত পাখির মিষ্টি সুরে মুখরিত করা বাতাস।
দেখিনি আমি বৃহৎ অট্টালিকা নামি দামী শপিং মল,
দেখেছি আমি আবাদি জমি, কুঁড়েঘর, আর আকাবাকা নদের জল।
দেখেছি আমি রাখাল ছেলের কাবাডি কাবাডি খেলা,
দেখেছি আমি গােধূলি ময় শিশির সন্ধ্যাবেলা।
শুনেছি আমি মাঝি দের গান,
নদীর বুকে বৈঠার কলতান;
বাজিত বাশি বাদকের ঠোঁটে,
মন মাতিয়ে তার অন্য যে জোটে।