এক প্রজন্ম স্বপ্নে বিভোর বিদেশ দিবে পাড়ি,
অধঃপতিত মাতৃভূমিতে বেকারত্বের পাল্লা ভারী;
বন্দী পাখি মুক্তির নেশায় যেমন বিভোর থাকে,
এই প্রজন্ম দেশ ত্যাগী ভাব তেমনি পুষে রাখে;
শিক্ষা সনদ প্রদান যখন ব্যবসার হাতিয়ার,
উচ্চশিক্ষার সরণি তখন শূন্য অন্তসার;
অদক্ষদের হাতে ন্যস্ত দক্ষ করার ভার,
কেমন করে জন্ম নিবে সৎ সাহসী দুর্বার?
যদি অভিশঙ্কায় বৃদ্ধি পায় জাতির বিমুখতা,
তবে স্বজাতিপ্রীতি নিঃশেষ হবে ছড়াবে বৈরিতা।