যদি একটা বিকেল দিতে আমায় আপন মনে,
তবে ভেলায় চরে পা ভেজাতাম তোমার সনে;
স্বচ্ছ জলের কাজল দীঘি, পাড়ি দিয়ে যেতাম সেথা,
যেথায় শুভ্র বকের আনাগোনায়, কাশফুলেরা কইতো কথা।
ঘাস ফড়িংয়ের বন্ধু হতে তোমার যখন ইচ্ছে হতো,
ছুটতাম তখন তোমার পিছু, সুতো কাটা ঘুড়ির মতো;
ঝরা ফুলের পুষ্পবৃষ্টি, দিতাম তোমায় শিমুল তলায়,
তোমায় নিয়ে হাজির হবো, প্রেম মালঞ্চের চূড়ায় চূড়ায়।
শেষ বিকেলের লালাভ অরুণ, হচ্ছে যখন অস্তমিত,
তখন ইচ্ছে হতো ফিরে পেতে, এমন বিকেল অগণিত।