যদি একটা নিশি জেগে আমার, ঘুম তাড়াবার সঙ্গী হতে;
তবে আশায় মোড়া স্বপ্ন গুলি, তুলে দিতাম তোমার হাতে।
মনের কোনে তোমায় নিয়ে, জমিয়ে রাখা ভাবনা গুলি;
চাইবে তখন জড়ো হতে, আঁচড় টেনে জল রঙ তুলি।
তোমায় নিয়ে শূন্য পথে, হাটতে যাবার ইচ্ছে হতো;
নিষুপ্ত শহর দেখাবো তোমায়, নিশি জাগা পাখির মতো।
হাটতে পথে কুড়িয়ে নিতাম, ফুল পরীদের পালক গুলি;
দেখবো আমি জোছনা আলোয়, সাজিয়ে তোমায় দুচোখ মেলি।
মেঘবালারা ঈর্ষা করে, ঢাকতো যখন শশীর আলো;
জোনাকির দল বলতো তখন, বাসতে তোমায় আরো ভালো।
রাতচরাদের কূজন শুনে, রাখবে যখন কন্ধে মাথা;
হাতটি চেপে, নিসাড়তা ভেঙে, বলবো তোমায় মনের কথা।