তুমি যখন বৃষ্টিতে ভিজো,
নেমে আসা প্রতিটি ফোটা সংগ্রামে মত্ত হয়;
কেনো শুনবে?
কে তােমার ছােয়া নেবে তাই।
তুমি যখন নদীর তীরে দাঁড়িয়ে,
ঢেউ উপচানাে আলাপন শুনতে যাও,
ঢেউয়ের প্রতিটি সারি হুড়মুড়িয়ে আসে তােমার পানে;
কেনো শুনবে?
কে তােমায় ভেজাবে তাই।
তুমি যখন শীতের সকালে,
ভােরের কুয়াশায় ঘাসে পা ফেলাে,
জমে থাকা শিশির বিন্দু গুলি,
নিজেদের ঘাসের চূড়ায় মেলে ধরতে চায়;
কেনো শুনবে?
কে তােমায় সিক্ত করবে তাই।
তুমি যখন শেষ বিকেলে,
হাওয়ায় হেলানাে কাশফুলের রাজ্যে আসাে,
কাশফুলের পালক গুলি ভেসে বেড়াতে শুরু করে;
কেনো শুনবে?
কে তােমার অঙ্গের শিহরণ হবে তাই।
তুমি যখন বসন্তের অপেক্ষা করে থাকো,
হরেক রকম ফুল দেখবে বলে,
ফুলকলিরা তখনি পাপড়ি মেলার বৈরিতা বাধিয়ে বসে;
কেনো শুনবে?
কে তােমায় সুভাষিত করবে তাই।
তুমি যখন জানালার গ্রিলে হাত রাখাে,
মুক্ত আকাশ দেখবে বলে,
বিহঙ্গীরা সুরের মেলা নিয়ে আসর পাতে;
কেনো শুনবে?
কার সুরে তুমি মাতােয়ারা হবে তাই।
তুমি যখন তারাদের খােজে রাতের আকাশ দেখাে,
পূর্ণিমার চাঁদ তখন মেঘমালাদের তাড়িয়ে দেয়;
কেনো শুনবে?
কতটুকু জোছনায় তােমার লাবণ্য ফুটে উঠবে তাই।