ইচ্ছে করে হারিয়ে যাই,
রঙিন হাওয়ার দেশে;
হাওয়ার দোলে উড়বো দুজন,
শালিক যুগল বেশে।
ইচ্ছে করে আকাশ ছুঁয়ে,
হাত রাঙিয়ে নীলে;
কপোল ছুঁয়ে দোল খেলিব,
তুমি আমি মিলে।
ইচ্ছে করে ডিঙ্গির এপাশ-
ওপাশ হয়ে বসে;
তোমায় নিয়ে গা ভাসাবো,
পানকৌড়ির দেশে।
ইচ্ছে করে তোমায় নিয়ে,
শূন্য দ্বীপে হারাই;
নীল পদ্মের মালা গেঁথে,
তোমার গলে জড়াই।
ইচ্ছে করে হাঁটি দুজন,
বুনো ঘাসের উপর;
তোমার মাথায় পরিয়ে দিই,
ঘাস ফুলের টোপর।
ইচ্ছে করে তৃষ্ণা মেটাই,
আচল ভেজা জলে;
দুজন মিলে পাড়ি দিব,
শিখরীর অতলে।
ইচ্ছে করে সাজাই তোকে,
কৃষ্ণচূড়ার রঙে;
আমার নীড়ের বিহঙ্গী তুই,
লাল টুকটুক ফিঙে।