বিশাল আকাশ, বিশাল পৃথিবী,
বিশালতা নেই মনে;
বহুরূপী মানুষ, করে রূপ ধারণ,
প্রতিটি ক্ষণে ক্ষণে।
চতুরতা কেই করছে বরণ,
হয়ে জ্ঞান শূন্য;
দিচ্ছে ধাক্কা, ফেলছে ফাঁদে,
বিশ্বাসকে করে পণ্য।
ভুলে নৈতিকতা, ফেলে মানবতা,
করছে লালন পশু মন;
নিয়ে অহমিকা, দেখছে মরীচিকা,
কে সুধাবে কোন জন?